আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:৪৮ এএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:৪৬ এএম
আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত

অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (১৯ অক্টোবর) খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। প্রথম কার্যদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবকাশ শেষে আজ সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ইনার কোর্ট ইয়ার্ডে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এই কারণে আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম সীমিত সময়ের জন্য পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিটি বুধবার (১৫ অক্টোবর) জারি করা হয় এবং পরদিন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, আজকের এই সৌজন্য অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত থাকবেন।

গত ৫ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হয়েছিল অবকাশকালীন ছুটি। এই সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগে নির্দিষ্ট বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট চালু ছিল। এর মাধ্যমে ছুটিকালীন সময়েও গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি ও আদেশ দেওয়া সম্ভব হয়।

দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের ছুটি শেষে বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপস্থিতিও বেড়েছে। আজকের সৌজন্য সাক্ষাতকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।