যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ১১:২৫ এএম
যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ল

ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলাতে রাজধানীর মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন থেকে সকালে ট্রেন চালুর সময় ও রাতে বন্ধের সময় দুই দিকেই আধা ঘণ্টা করে বাড়ানো হলো।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। আর রাতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুধু শুক্রবারের জন্যও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে—এই দিনে মেট্রোরেল চালু হবে দুপুর আড়াইটায়, যা আগে শুরু হত বেলা ৩টায়।

রোববার সকালে উত্তরা স্টেশনে দেখা গেছে, প্রথমদিকে যাত্রী তুলনামূলক কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। অনেক যাত্রী সময়সূচি বাড়ানোর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। একাধিক যাত্রী বলেন, অফিসগামীদের সুবিধার জন্য সকালে ট্রেন আগে চালু হওয়ায় ভোগান্তি অনেকটা কমবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে প্রায় ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। সংস্থাটি জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়ানোর জন্য পরীক্ষামূলক কার্যক্রম চলছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে তারা।

আপনার জেলার সংবাদ পড়তে