খুলনায় ডোবা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫, ০২:৪৩ পিএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০২:৪২ পিএম
খুলনায় ডোবা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

খুলনায়  ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করছে রুপসা থানা পুলিশ। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনের ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়। শুক্রবার থেকে রেজাউল নিখোঁজ ছিল। 

রূপসা থানার এসআই মোঃ ইমরান হোসেন জানান, রূপসা  উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। কিন্তু নিখোঁজ হওয়ার পর আজ রোববার স্থানীয়রা রেজাউলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। রেজাউল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে