শেরপুরের নকলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন শেরপুর ২ তথা নকলা- নালিতাবাড়ী নির্বাচনী এলাকার ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইলিয়াস খান।
শনিবার বিকেলে নকলা পৌর শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইলিয়াস খান বিএনপির নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় এবং তিনি গণসংযোগ ও করেন। মনোনয়ন প্রত্যাশী বিএনপির এই নেতার হঠাৎ ঝটিকা সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাগ উদ্দীপনার সৃষ্টি হয়।
এতে করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই নেতা। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে হাতে এই লিফলেট পৌঁছে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় বিএনপি নেতা আব্দুল হক তালুকদার চান মিয়া, জাহেদুল হক মাস্টার, জহির রায়হান মুক্তি, উমর ফারুক, মোবারক হোসেন মাস্টার, ছায়েদুল হক মাস্টার, রজব আলী, যুবদল নেতা সাদেক হোসেন, ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা তার সংগে ছিলেন ।