লন্ডন থেকে যুবলীগ নেতার অনলাইনে অপপ্রচার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:২৫ পিএম
লন্ডন থেকে যুবলীগ নেতার অনলাইনে অপপ্রচার

লন্ডনে অবস্থানরত পতিত সরকারের দোসর বরিশালের গৌরনদী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের বিরুদ্ধে অনলাইনে একের পর এক অপপ্রচারের অভিযোগ উঠেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক প্রচার প্রচারনাসহ তিনি (সুমন) নিয়মিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার করে আসছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের ফেসবুক পেইজ এবং তার (রফিকুল ইসলাম সুমন) নামের ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে নিয়মিতভাবে নানা অপপ্রচার করে আসছেন সুমন।

অভিযোগ রয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি যুক্তরাজ্য সফরে গেলে সুমন ও তার সহযোগিরা সেখানে বসে পরিকল্পিতভাবে উপদেষ্টার গাড়িতে হামলা চালিয়ে তার সফর সঙ্গীদের শারিরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি নিয়ে লন্ডন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকা ও গৌরনদীতে লন্ডন প্রবাসী রফিকুল ইসলাম সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সরকার পতনের পর দলের অধিকাংশ নেতারা বিদেশে অবস্থান করে বিভিন্ন মাধ্যমে দেশে আবারও সহিংস রাজনীতি শুরু করে নিজেদের পুনর্বাসনের চেষ্টা করছেন। সেজন্য তারা সহজ পদ্ধতি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেঁছে নিয়েছেন। এছাড়াও বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করছেন।

সূত্রমতে, আওয়ামী লীগের দোসর হিসেবে দীর্ঘদিন থেকে অনলাইনে সক্রিয় থাকা বরিশালের গৌরনদী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে লন্ডনে পাড়ি জমায়। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি বিদেশের মাটিতে বসে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে জানতে লন্ডনে অবস্থানরত বরিশালের গৌরনদী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অপপ্রচারের অভিযোগ অস্বীকার করে বলেন-আওয়ামী লীগকে ভালবাসি, তাই দলের পক্ষে যেটা ভাল মনে হচ্ছে সেটাই করছি। তিনি আরও বলেন-জীবনে যতোদিন বেঁচে আছি ততোদিন দলের স্বার্থে সবধরনের কাজ করে যাবো।

আপনার জেলার সংবাদ পড়তে