পোরশায় পৃথক ডাকাতী মামলায় ৪ আসামী গ্রেফতার

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:২৭ পিএম
পোরশায় পৃথক ডাকাতী মামলায় ৪ আসামী গ্রেফতার

নওগাঁর পোরশায় পৃথক ডাকাতী মামলার চার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন ১৫ অক্টোবর সরাইগাছি-আড্ডা সড়কের মোশানতলা নামক স্থানে বাস ডাকাতী মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের আফসার আলীর ছেলে সোহেল রানা ওরফে সোহেল (৩৫)। 

১৬ অক্টোবর রাতে একই সড়কের বেজোড়ামোড় ও মোশানতলা নামক স্থানে ডাকাতী মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার তেঘরিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ওরফে কামু (৪৭), পোরশা উপজেলার জাফরপুর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে মোফাজ্জল (৪৩) ও বিপ্রভাগ গ্রামের আনোয়ার হোসেনের জামাই ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার হাটিয়াপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে রুবেল (২৭)। আটকৃতদের ব্যাপারে পোরশা থানায় পৃথক ডাকাতী মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ বিষযটি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে