ঝিকরগাছায় জাল দলিল বানিয়ে জমি দখল, আদালতে মামলা

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:৫৮ পিএম
ঝিকরগাছায় জাল দলিল বানিয়ে জমি দখল, আদালতে মামলা

যশোরের ঝিকরগাছায় জাল সই ও জাল দলিল বানিয়ে অবৈধভাবে ১১৯  শতক জমি দখলের অভিযোগ উঠেছে আওরঙ্গ জেবের বিরুদ্ধে। উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামে এঘটনা ঘটে। দখলের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবারের লোকজন।

এ ঘটনায় মৃত হুমায়ন কবিরের মেয়ে বাদী হয়ে ইভা আক্তার তন্নী ছোট চাচা আওরঙ্গ জেবের বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা আমলী আদলতে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী মামলায় উল্লেখ করেছেন, আমার অপন ছোট চাচা আওরঙ্গ জেব গত সপ্তাহে লোকজন নিয়ে আমাদের জমির গাছগাছালি কাটতে থাকে। এসময়  আমি জিজ্ঞাসা করলে আমার চাচা আওরঙ্গ জেব বলেন বাবা জীবিত থাকাকালে জমি  আমার নামে হেবা দলিল করে দিয়েছেন। এসময় আমি ও আমার বড় চাচা (১ নং সাক্ষী) রুস্তম মিয়া প্রমাণ চাইলে তখন আওরঙ্গ জেব ঝিকরগাছা ভূমি অফিসের ২৫-১৩৭৩ নং নামজারি খতিয়ানের রঘুনাথপুর মৌজার পর্চা দেখান।  এসময় আমরা হতবাগ হয়ে যায়। পরে ঝিকরগাছা ভূমি অফিস থেকে ২৫-১৩৭৩ নামজারি খতিয়ানের ফটো কপি সংগ্রহ করে দেখতে পায়

 আওরঙ্গ জেব  গত ২৭/০৩/২০০৮ তারিখে সম্পাদিত দুইটি দলিল যার ২২২৪ ও ২২২৫ নং হেবা  রেজি: দলিল ব্যবহার করে মিউটিশন কেসের মাধ্যমে নিজের নামে নামপত্তন করে নেন। যার কেস নং-৬৫৮৭, ২০২৪-২০২৫।

পরে আমরা যশোর জেলা রেজিস্ট্রি অফিসে যেয়ে গত ২২/০৪/২০২৫ তারিখে উক্ত দলিল দুইটির নকল তুলে দেখতে পায় ঝিকরগাছা ভূমি অফিসের ২২২৪ নং দলিলের দাতা মশিয়ার রহমান ও গ্রহীতা মো. আবু হানিফ। এই দলিলের জমি ৯৮ নং বল্লা মৌজার এবং ২২২৫ নং দলিলের দাতা সাহাবুদ্দিন ও গ্রহীতা আলমগীর হোসেন। উক্ত জমি ৪০ নং বহিরামপুর মৌজার। অথচ আওরঙ্গ জেবের নামজারির ১১১ নং পর্চা রঘুনাথপুর মৌজার।

আওরঙ্গ জেব  গত ২৭/০৩/২০০০৮ তারিখে ঝিকরগাছা সাব রেজি: অফিসের ২২২৪ ও ২২২৫ নং দলিল ব্যবহার করে একই নম্বরের দুইটি দলিল সাব রেজিস্ট্রি অফিসের সিল ব্যবহার ও জাল সই করে জাল দলিল তৈরি করে। উক্ত জাল দলিল আসল দলিল হিসেবে ব্যবহার করে নামজারি করে আমাদের জমির মালিকানা দাবি করেন। পরে স্থানীয়ভাবে মিমাংসা চেষ্টায় ব্যর্থ হয়ে কাগজপত্র সংগ্রহ করে মামলা করতে বিলম্ব হইলো।

মামলাটি যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী আমলে নিয়ে সিআইডি যশোর পুলিশ সুপারকে তদন্ত করে আগামী ১৮/১১/২৬ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। যার সি. আর নং ৯৮০/২৫।

অভিযুক্ত আওরঙ্গ জেবের বড় ভাই ও বাদীর আপন চাচা  রুস্তম আলী বলেন, আমরা দশ ভাই-বোন আমাদের বাবা আব্দুল আজিজ মিয়া ২০১৩ সালে মারা যান। বাবা মারা যাওয়ার পর ছোট ভাই আওরঙ্গ জেব ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসের সিল-সই জাল করে জাল দলিল বানিয়ে নিজের নামে নামপত্তন করে আমাদের ১০ ভাই বোনের জমি দখল করে নিয়েছে। এব্যপারে আমরা যশোরের ঝিকরগাছা আমলী আদালতে একটি মামলা করি। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

আপনার জেলার সংবাদ পড়তে