ধামইরহাট হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান কল্যান ফ্রন্টের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪ টায় ধামইরহাট ভবনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহেশ পাল। সাধারন সম্পাদক জয় সাহা ও সাংগঠনিক সম্পাদক রতন কুমার আগরওয়ালার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক, ও বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন প্রমূখ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ‘আওয়ামী দুঃশাষনের সময় বার বার হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও অন্যান্য সম্প্রদায়কে নিজেদের বাধ্য ভোটার মনে করে প্রলোভনে ভোট আদায় করেছে কিন্তু তাদের কোন উন্নয়ন হয়নি, কোন মন্দির নির্মান হয়নি, বিএনপি ক্ষমতায় গেলে এই সকল সম্প্রদায়ের সমস্যা সমাধান করা হবে।’ নেতৃবৃন্দ আগামি নির্বাচনে ধানে শীষে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।