রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫, ০৫:৩৫ পিএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৫:৩৫ পিএম
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন
তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহীর স্থানীয় মুখ্য কার্যালয়ে গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করেছে। রোববার (১৮ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম আনুষ্ঠানিকভাবে গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করেন। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে এই সেবা কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলামসহ প্রধান কার্যালয় ও স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক শাখা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহকসেবা আরও উন্নত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
আপনার জেলার সংবাদ পড়তে