পুঠিয়ায় মাদ্রাসার স্বর্ণালঙ্কার পানির দামে বিক্রি

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) :
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:০০ পিএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:০০ পিএম
পুঠিয়ায় মাদ্রাসার স্বর্ণালঙ্কার পানির দামে বিক্রি

রাজশাহী পুঠিয়ায় মাদ্রাসার দীর্ঘদিনে জমাকৃত স্বর্ণালঙ্কার মাদ্রাসার নতুন ব্যবস্থাপনা কমিটি পানির দামে অলংকার বিক্রি করার অভিযোগ উঠেছে।

জানা গেছে,উপজেলার ধোপাপাড়া হাফেজিয়া মাদ্রাসায় মানুষের দান করা স্বর্ণালংকার দীর্ঘদিন ধরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ হাসান আলী সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার তিলেতিলে জমা করে রেখে ছিলেন। তা ৬ অক্টোবর স্বর্ণালঙ্কারগুলো নতুন হওয়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যরা মিলে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার মাত্র ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। যার 

বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা হবে। অপরদিকে ওই মাদ্রাসায় আরো ৪৮ ভরি (রুপা) চাঁদি বিক্রি করা হয়েছে মাত্র ৮০ হাজার টাকায়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার হবে।                     

বর্তমান কমিটি পূর্বের কমিটির নিকট হতে স্বর্ণালংকারগুলো তারা বোঝে নিয়েছিল। স্থানীয়রা বলছেন, এই মাদ্রাসার স্বর্ণালঙ্কারগুলো প্রায় ৪০ বছর ধরে মানুষ দিনেদিনে দান করা সম্পদ ছিল। আর বর্তমান কমিটি এসে পানির দামে সেগুলো বিক্রি করে দিলো। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার সাবেক সভাপতি হাফিজ উদ্দিন মাষ্টার বলেন, আমাদের জোরপূর্বক মাদ্রাসা হতে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা দায়িত্ব ছেড়ে দেওয়ার সময়ে স্বর্ণালঙ্কারগুলো বর্তমান কমিটিকে বুঝিয়ে দিয়েছি। এত অল্পদামে গহনাগুলো বিক্রি করা ঠিক করেননি। আমি দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মাদ্রাসায় শ্রম দিয়ে গহনাগুলো যক্ষের ধনের মত মাদ্রাসার স্বার্থে জমা করে রেখে ছিলাম।   

এ ব্যাপারে ধোপাপাড়া হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদাক হেলাল উদ্দিন বলেন,দীর্ঘদিন ধরে পড়ে থাকা অলংকারগুলোর ভিতর সঠিক পরিমাণে সোনা রুপা ছিল না। আমরা কমিটির লোকজন গহনাগুলো বিভিন্ন স্থানে স্বর্ণকাদের দিয়ে তা যাচাই-বাছাই করে ১ ভরি সোনা পেয়েছি। সোনার রুপার ভিতর ভেজাল থাকায় কম দামে বিক্রি করতে হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে