আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি আনোয়ারুল

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) :
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:১৮ পিএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:১৮ পিএম
আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আইনগত কারণে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, "বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। এই স্থগিত অবস্থা তাদের সকল রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করেছে। সেহেতু, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।" রোববার সকালে সিলেট পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও জানান, আগামী নির্বাচনে শাপলা প্রতীক ব্যবহার করতে পারবে না এনসিপি, কারণ সেটি নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীকের তালিকায় নেই।

নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে ইসি আনোয়ারুল বলেন, "ফেব্রুয়ারির আগে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।" পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচন নিয়ে তিনি জানান, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এ নিয়ে নির্বাচন কমিশন কোনো অবস্থান নিচ্ছে না।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "সব বাহিনী প্রস্তুত রয়েছে। এবার অতীতের মতো কোনো নির্বাচন হবে না। বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।" তবে নির্বাচন পদ্ধতি সম্পর্কে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করায় এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে