বাজিতপুরে দিঘীরপাড় দারুস সালাম মাদ্রাসায় কমিউনিটি সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:৩০ পিএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:৩০ পিএম
বাজিতপুরে দিঘীরপাড় দারুস সালাম মাদ্রাসায় কমিউনিটি সভা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় দারুস সালাম মাদ্রাসায় আজ রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় শতাধিক ক্ষুধে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স সর্বোচ্চ ১৫ বছর তাদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কমিউনিটি সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন এর সুপার ভাইজার মোঃ আবু বকর ছিদ্দিক। আলোচনা সভায় বিভিন্ন বক্তারা বলেন, বাজিতপুর উপজেলায় আটান্ন হাজার শিশুদেরকে বিনামূল্যে টাইফয়েড টিকার আওতায় আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় দিঘীরপাড় দারুস সালাম মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিনিধি মোঃ মহিউদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক আলয় চন্দ্র পাল, মুফতি মুখলেছুর রহমান, মাওলানা আবুল কালাম ও সাংবাদিক মহিউদ্দিন লিটন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে