মাধবপুরের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:৫২ পিএম
মাধবপুরের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে মনির হোসেন (২২)নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যে পৌর শহরের কৃষ্ণনগর গ্রামের আবেদ মিয়ার ছেলে। রোববার বিকেল সাড়ে ৪টায় থানার এসআই শাহানুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মরগের প্রেরণ করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় মনির হোসেন মাদকাসক্ত ছিল। রোববার দুপুরে  খাবার খাওয়া শেষে মাকে খরচের টাকা দেওয়ার জন্য চাপ দেয়। মা টাকা দিতে অস্বীকার করলে অভিমান করে ঘরের ভিতর ফ্যানের সঙ্গে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে 

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ-উল্লা জানান লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে