সেনবাগে একটি বসতঘরে অগ্নিকান্ড, আহত ১

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ পিএম
সেনবাগে একটি বসতঘরে অগ্নিকান্ড, আহত ১

সেনবাগে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ২ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ক্ষতি গ্রস্থ পরিবারটির দাবি।  আগুন নিভাকে গিয়ে  মোঃ নুরুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছে। 

ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে ববিবার বেলা সাড়ে ১১ টাররদিকে  উপজেলার ৬ নং কাবিলপুর ইউপির ৬ নং ওয়ার্ড শায়েস্তানগর গ্রামের খলিফা বাড়ির সেকান্দর মিয়ার বসতঘরে।

স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে খলিফা বাড়ির সেকান্দর মিয়া বসতঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের ধোঁয়া বের হতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এতে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়।  

খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।  কিন্তু ততক্ষণে বসতঘরটি অধিকাংশ পুড়ে যায়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। 

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিনহাজ আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তদন্ত পূর্বক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযাবে।

আপনার জেলার সংবাদ পড়তে