নাসিরনগরে সার্বিক কার্যক্রম মূল্যায়ন ও অগ্রগতির সরেজমিন মনিটরিংয়ে বিআরডিবির কেন্দ্রীয় কর্মকর্তা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ পিএম
নাসিরনগরে সার্বিক কার্যক্রম মূল্যায়ন ও অগ্রগতির সরেজমিন মনিটরিংয়ে বিআরডিবির কেন্দ্রীয় কর্মকর্তা

 বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচির সার্বিক কার্যক্রম মূল্যায়ন ও অগ্রগতির সরেজমিন মনিটরিংয়ের জন্য আজ রবিবার সকালে বিআরডিবি প্রধান কার্যালয়ের উপ-পরিচালক হালিমা বেগম নাসিরনগর  বিআরডিবি কার্যালয় পরির্দশন করেছেন। পরিদর্শনে উপপরিচালক (পরিদর্শন) হালিমা বেগম 'বীর মুক্তিযোদ্ধা' কর্মসূচীর দু'জন  উপকারভোগী সদস্য মোঃ আল আমিন ও শশী শেখর চক্রবর্ত্তীর সাথে মতবিনিময় করেন ও কর্মসূচীর সফলতার বিষয় সম্পর্কে অবহিত হন। কর্মসূচীকে অধিকতর সফলতার সাথে পরিচালন এর স্বার্থে তিনি ২ জন উপকারভোগী সদস্যের মতামত গ্রহণ ও তাদের অভিমতসমূহ লিপিবদ্ধ করেন।  এসময় বিআরডিবির ব্রাক্ষণবাড়িয়া উপপরিচালক মোঃ বেলাল হোসেন,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার,ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইঁয়া,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব কমল চন্দ্র বণিক, জেলা বিআরডিবির হিসাব রক্ষক, মোঃ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন ।

আপনার জেলার সংবাদ পড়তে