মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ১১:৫২ এএম
মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ডিএনএ পরীক্ষার ফল মিলিয়ে শনাক্তকরণের পর একে একে মরদেহগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

চোখে শুকিয়ে যাওয়া কান্না, বুকভরা আর্তনাদ আর নিস্তব্ধ অপেক্ষার মধ্যে সন্ধ্যার পর থেকেই মর্গের সামনে জড়ো হন নিহতদের স্বজনরা। পাঁচ দিন ধরে অপেক্ষার পর অবশেষে তাঁরা পেলেন প্রিয়জনের দেহাবশেষ। কেউ মরদেহ বুকের কাছে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ নির্বাক হয়ে বসে থেকেছেন— নিস্তব্ধ সেই রাতের বাতাসেও ছিল শোকের ভার।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান জানান, মালিবাগ সিআইডি ফরেনসিক বিভাগ থেকে ডিএনএ পরীক্ষার ফল হাতে পাওয়ার পর শনাক্তকৃত মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় থানার উপপরিদর্শক মুখলেছুর রহমান লস্করসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমাদের কাছে থাকা ১৬টি মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলমান, নতুন কোনো মরদেহ উদ্ধার হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে হস্তান্তর করা হবে।”

নিহত ১৬ জন হলেন— নুর আলম, রবিউল ইসলাম, মৌসুমী খাতুন, আল মামুন, সানোয়ার হোসেন, ফারজানা আক্তার, মুনা আক্তার, জয় মিয়া, মুক্তা বেগম, নাজমুল ইসলাম, তোফায়েল আহমেদ, খালিদ হাসান, আব্দুল আলিম, আসমা, নার্গিস আক্তার ও মাহিরা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের দাফন ও যাতায়াত খরচ বাবদ প্রতিটি পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে সহায়তা তুলে দেন তেজগাঁও উন্নয়ন সার্কেলের প্রকৌশলী মো. জাকির হোসাইন।

নিহত এক নারীর পিতা জানান, “মেয়ের স্বামীর মরদেহ পেয়েছি, কিন্তু মেয়েকে এখনো পাইনি। বিকেলে ফোন করে আসতে বলা হলেও মর্গে এসে দেখি তাঁর মরদেহ নেই।” এ ঘটনায় এখনো নিখোঁজ থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বের হওয়ার কোনো পথ না থাকায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ জন শ্রমিক। পরে মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পর্যায়ক্রমে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে