ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের উপর বিএনপির হামলা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ১২:৪২ পিএম
ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের উপর বিএনপির হামলা

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াত।রোববার বিকালে উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন জামায়াত নেতারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ, পৌর জামায়াতের আমির পলাশ আহমেদ।লিখিত বক্তব্যে জামায়াত নেতারা অভিযোগ করেন, সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তর পাড়ায় দলটির নারী কর্মীরা গণসংযোগে বের হন। এসময় স্থানীয় বিএনপির ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে ৫ নারীসহ ৮ জন আহত হন।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক আহম্মদ বলেন, ভোট চাইতে গেলে বিএনপির কর্মীরা আমাদের নারী কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের লাঞ্ছিত করা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে