কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন দৌলতপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন,বিএনিপ নেতা রুহুল কুদ্দুস, মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ, শের আলী (সবুজ), মোঃ আতাউর রহমান, মোহাম্মদ গোলাম মোস্তফা, অধ্যক্ষ রেজাউল করিম, মোঃ হারুন-অর রশিদ হারুন, মোঃমহাসিন আলী, মোঃআবদুল বরী, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আসিফ শিশির মোল্লা, মোঃমাহাবুব,রহমান,ছাত্রদল নেতা মাসুদুজ্জামান রুবেল। এছাড়া বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খলিশা কুন্ডির
বিভিন্ন দোকানপাট, বাসা বাড়ি ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কালে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছি।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয় করতে এবং তারুণ্যের অহংকার বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ দিকে এ উপলক্ষে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মোটর সাইকেল মাইক্রো কার সহ শোভাযাত্রায় অংশ নেয়।