জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত ১০টায় রাজশাহী সরকারি সিটি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে নগর বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদী সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে জুবায়েদসহ একের পর এক ছাত্রদল নেতা হত্যার বিচার চান নেতাকর্মীরা। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন ছাত্রনেতারা। সমাবেশে রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকোসহ অন্যান্যরা। এর আগে রোববার সন্ধ্যায় পুরান ঢাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের রক্তাক্ত লাশ পাওয়া যায়। যার প্রতিবাদে রাজশাহীতে তাৎক্ষণিক মিছিল করেন ছাত্রদল নেতারা।