হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৩:২২ পিএম
হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের হাকিমপুরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ীতে ও জমিতে চাষযোগ্য সবজি এবং মাঠ পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে মোট ৪৬০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৮০ জন কৃষককে ৭ ধরনের সবজি বীজ দেয়া হয়। আজ সোমবার আরও ২৮০ জন কৃষককে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে সারসহ ৪ প্রকার সবজি বীজ দেয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,।

এ সময় অতিথিরা বলেন, সরকারের লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করা। কৃষকদের কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আগ্রহ বাড়াতে নিয়মিতভাবে কৃষি সহায়তা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে