ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক বিরোধের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধা শাশুড়িকে হাতুড়িপেটা করে হত্যা করেছে তার পুত্রবধূ মাকসুদা আক্তার লিলি (২৮)। নিহত পারুল বেগম উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদের স্ত্রী। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক লিলিকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর প্রথমে লিলি দাবি করে অজ্ঞাত কেউ তার শাশুড়িকে হত্যা করে লাশ উঠানে ফেলে গেছে। তবে পুলিশের তীব্র জিজ্ঞাসাবাদের মুখে রাত ১১টার দিকে সে হত্যার কথা স্বীকার করে নেয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, নিহত পারুল বেগম ও তার স্বামী আব্দুল ওয়াহিদ মিয়ার একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। প্রবাসে থাকা ছেলের স্ত্রী লিলি ও তিন সন্তানসহ তারা একই বাড়িতে বসবাস করতেন। শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
প্রতিবেশীরা জানান, রোববার সকালে আব্দুল ওয়াহিদ চিকিৎসার জন্য কুমিল্লায় গেলে বিকেলে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথায় ও মুখে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান পারুল বেগম।
পুলিশ জানায়, হত্যার পর লিলি নাটক সাজানোর চেষ্টা করে লাশ উঠানে ফেলে রাখে। তবে তদন্তে সত্য উদঘাটিত হয় এবং তাকে আটক করা হয়। ওসি হাসান জামিল খান বলেন, “হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে, পুত্রবধূর হাতে শাশুড়ি খুনের এ নির্মম ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।