সিলেট মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নতুন পার্কিং নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ সংযোগস্থলের আশপাশে ও দুই লেনের সড়কে পার্কিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে:
১। নগরীর যেকোনো রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে ২৫ গজের মধ্যে পার্কিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
২। দুই লেনের যেকোনো সড়কে কোনো ধরনের পার্কিং করা যাবে না।
৩। নির্ধারিত পার্কিং এলাকায় শুধুমাত্র সিঙ্গেল লাইনে এবং অনুমোদিত সংখ্যক যানবাহন পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন ২০০৯-এর ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে এসএমপি।
জনস্বার্থে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ নির্দেশনা জারি করেছেন। নগরবাসীকে নিয়ম মেনে যানবাহন পার্কিংয়ের আহ্বান জানানো হয়েছে, যাতে সড়কে শৃঙ্খলা বজায় থাকে এবং যাতায়াতে ভোগান্তি না হয়।
উল্লেখ্য , সিলেট জেলা প্রশাসন গতকাল (১৯ আক্টোবর রোববার) থেকে ফুটপাত মুক্ত ঘোষনা করার পর কিছু কিছু এলাকায় যত্রতত্র ভাবে গেলুনা ও সিএনজি সড়ক দখল করে রেখেছে। যারজন্য ফুটপাত মুক্ত হলেও যানজট মুক্ত হচ্ছেনা এবং ভোগান্তি শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীসাধারণ।