বেসরকারি উন্নয়ন সংগঠণ মানব মুক্তি সংস্থার (এমএমএস) উদ্যোগে উপজেলার দায়িত্বরত কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উইক্যান) সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জন্য সরকারি-বেসরকারি নানাবিধ সুযোগ সুবিধা প্রাপ্ত ও সেবা সহজতর করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল ইসলামের সভাপতিত্বে ও এমএমএস’র প্রজেক্ট ফোকাল মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষি।ঠত সভায় বক্তব্য দেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মতিউর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,গ্রাম আদালত পাবনা জেলা সমন্বয়কারী মোক্তার আলম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফজলুল হক,আদিবাসী নেতা বিদ্যুৎ ভুঁইমালী প্রমুখ।