নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মনিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হাসান আলী (৪৩) কে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান আলী মনিয়ারী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার এবং দমদত্তবাড়ীয়া গ্রামের কলিম উদ্দীনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান,মারপিট ও ককটেল বিস্ফোরনের অভিযোগে সম্প্রতি বিএনপি নেতা আবুল হোসেনের দায়েরকতৃ মামলার সন্দেহভাজন আসামী ছিলেন হাসান আলী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার দমদত্তবাড়ীয়া বাজারে ঘোড়াফেরা করার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।