সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীদের জন্য বরাদ্ধকৃত সরকারী স্বাস্থসেবা সামগ্রী চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন প্রলয় দে (৪৬)। হাসপাতালের নজরদারি এড়িয়ে তিনি স্বাস্থ্যসেবা সামগ্রী চুরি করে পালানোর চেষ্টা করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রলয় দে কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড় এলাকার ১৭৯ নম্বর বাসার বাসিন্দা কানু দে ও মায়া রানী দের ছেলে।
রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩ নম্বর ওয়ার্ডে একটি চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল সামগ্রী, ইনজেকশন, স্যালাইন ও ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় প্রলয় দে-কে হাতেনাতে গ্রেপ্তার করেন হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে একটি টিম।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং: ৪৩/১৯/১০/২৫) দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।