মেহেরপুরে ভৈরব নদের গোসল করতে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৬:০৫ পিএম
মেহেরপুরে ভৈরব নদের গোসল করতে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ

মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রশিকপুর গ্রামের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন-মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক (২১)। তানভীর মেহেরপুর সরকারি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তারা কয়েকজন বন্ধু মিলে ভৈরব নদের রশিকপুর সুইচগেট এলাকায় গোসল করতে নামেন। এ সময় নদীতে স্রোত প্রবল থাকায় তানভীর ও কৌশিক তলিয়ে যান। সহপাঠী ও আশপাশের লোকজন তাদের উদ্ধারে চেষ্টা চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হবে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, ডুবুরি দল পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে। সেলিম রেজা, মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, উদ্ধার কাজ অব্যাহত আছে।

আপনার জেলার সংবাদ পড়তে