বাগমারায় বিএনপির আহবায়ক ডিএম জিয়ার উঠান বৈঠক

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০২:৪২ পিএম
বাগমারায় বিএনপির আহবায়ক ডিএম  জিয়ার উঠান বৈঠক
রাজশাহীর বাগমারায় তাঁতী দলের উদ্যোগে বিএনপির প্রচার মিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের পীরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়া। বাগমারা উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকিরুল রশিদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম রাজু, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন শাহ, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুর আলী, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা কমিটির সভাপতি বিধারন চন্দ্র প্রামানিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির সভাপতি শন্তুনাথ প্রামানিক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল প্রমূখ।
আপনার জেলার সংবাদ পড়তে