খানসামায় শিক্ষক কর্মচারীদের কালো ব্যাচ ধারণ মুখ ঢেকে ক্লাস বর্জন

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৩:৩৬ পিএম
খানসামায় শিক্ষক কর্মচারীদের কালো ব্যাচ ধারণ মুখ ঢেকে ক্লাস বর্জন

এমপিও ভূক্ত শিক্ষক -কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২১ অক্টোবর খানসামা উপজেলার ৯৮ টি বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারীগণ কয়েক দিনের ন্যায় পাঠদানে বিরত থেকে  আজ কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা প্রদর্শনের মাধ্যমে  দাবি আদায়ের প্রতিবাদ জানিয়েছে।

মানুষের ৫ টি  মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা।শিক্ষক কর্মচারী ও রাষ্ট্র পক্ষের এই জটিলতার  কারণে কোমলমতি শিক্ষার্থীরাই ক্ষতির শিকার হচ্ছে বলে  ছাত্র ছাত্রী অভিভাবক 

আমিনুল ইসলাম ,কিবরিয়া সহ অনেকেই জানিয়েছেন।

খানসামা উপজেলা শিক্ষক কর্মচারী আন্দোলন কমিটির আহবায়ক শাহরিয়ার জামান নিপুণ শাহ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)জমিরউদ্দীন শাহ গার্লস স্কুল এন্ড কলেজ। তিনি জানিয়েছেন রাষ্ট্র পক্ষকে শিক্ষা খাতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ,শিক্ষক কর্মচারীদের পেটে ভাত না থাকলে শিক্ষার পরিবেশ বিগ্নিত হওয়াই স্বভাবিক।

শিক্ষক কর্মচারীদের উন্নত বেতন কাঠামোর ব্যবস্থা হলে আমরা উন্নত সু শিক্ষায় শিক্ষিত জাতি উপহার দিব।

মাদার দরগাহ্ সেল্টুশাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  ওসমানগনি সহ শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি প্রদর্শনের চিত্র তুলে ধরা হল।

আপনার জেলার সংবাদ পড়তে