রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৫

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৩:৪৬ পিএম
রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৫
রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে গণশৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২১ অক্টোবর) দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হযেছে, জুয়া খেলার সময় নগদ টাকা ও তাসসহ এদের আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সোমবার ( ২০ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মুন্না (৪৮), মো. শামীম (২৮), মো. সাগর শেখ (৪২), মিলন সরকার (৩৭) ও মাহাবুল ইসলাম (৩৬)। তারা সবাই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।