ভালুকায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৩:৫৭ পিএম
ভালুকায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১

ভালুকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাকায় পিষ্ট হয়ে মফিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাষ্টারবাড়ি-কাশর সড়কের মোড়ে। নিহত মফিজ উদ্দিন উপজেলার জামিরদিয়া গ্রামের ডুবালিয়াপাড়ার সফর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মফিজ উদ্দিন মাষ্টারবাড়ি-কাশর সড়কের মোড়ে রাস্তা পার করছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান (চট্র মেট্রো-ট-১১-৭১৭০) তাকে ধাক্কা দিলে সড়কের মাঝে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। 

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ দূর্ঘটনায় নিহতের ঘটনাটি সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রীয়াধিন।

আপনার জেলার সংবাদ পড়তে