কাউখালীতে দুর্র্ধষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ২১ অক্টোবর, ২০২৫, ০৪:০০ পিএম | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৪:০০ পিএম
কাউখালীতে দুর্র্ধষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে দুর্র্ধষ মাদক সম্রাট পারভেজ মহাজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা জেলা পুলিশের সহায়তায় কাউখালী থানার এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার গেন্ডারিয়া থেকে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দুর্র্ধষ মাদক ব্যবসায়ী কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে পারভেজ মহাজন (৩৮)কে গ্রেফতার করে রাতেই কাউখালী থানায় নিয়ে আসে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আসামি পারভেজকে  পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, আসামির বিরুদ্ধে ৩টি মাদক মামলা ও একটি নারী শিশু নির্যাতনে মামলা রয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে