পোরশায় আরো দু’ডাকাত গ্রেফতার

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৪:১৪ পিএম
পোরশায় আরো দু’ডাকাত গ্রেফতার

নওগাঁয় চাঞ্চল্যকর দুই ডাকাতী মামলার আসামী আরো দু’ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার তাদের নিজনিজ এলাকা থেকে আটক করা হয়। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই ডাকাতকে স্থানীয় পুলিশ সদস্যদের সহযোগীতায় ডাকাতীকারৈ লুণ্ঠিথ মোবাইল ফোন সহ দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে গ্রেফতার করা হয়। আসামীরা হলেন দিনাজপুর জেলা সদরের ভাটপাড়া নোহনা গ্রামের মৃত হিরালাল চন্দ্র রায়ের ছেলে শংকর বাবু(২৮) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বংপুর গ্রামের আনরুলের ছেলে বিকাশ সিংগ(২২)। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে