নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ । সোমবার দুপুরে উপজেলার কাদরা ইউনিয়নের মোহাম্মদ আলী (এম.এ.আলী) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন খান ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্নেহেন্দু বিকাশ রায় প্রকাশ বাবু স্যারের অবসর জনিত বিদায়ী উপলক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব বিএসসির সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার শাহাদাত হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ আজিম চৌধুরী, উপজেলা একাডেমী সুপারভাইজার মুহাম্মদ নুরুজ্জামান, এম এম এ উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মাস্টার আবু ইউসুফ, সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা বিনতে হালিম, শিক্ষক ইব্রাহীম পাটোয়ারী, মোহাম্মদ সাহাজাহান, বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাদাত আলী মন্জু, সাবেক ছাত্র আতাউর রহমান কিরন, কামরুল হাসান তুহিন, ইঞ্জিনিয়ার সোহেল, ডাক্তার আজাদের রহমান। পরে ফুল দিয়ে সজ্জিত একটি প্রাইিভেট কারে যোগে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিদায়ী শিক্ষকের বাড়ীতে পৌছে দেয়া হয়।