টাঙ্গাইলের দেলদুয়ারে বর্ষীয়ান রাজনীতিবিদ টঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই। সোমবার সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। হামিদুল হক মোহন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সোমবার উপজেলার দেওলী ইউনিয়নের টেউরিয়া স্কুল মাঠে তারেক রহামানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফেরার পথে রাস্তায় অসুস্থ্য হয়ে পড়েন। পরে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে নির্বাচনী এলাকা নাগরপুর-দেলদুয়ারে শোকের ছায়া নেমে এসেছে।