দলই আমার পরিচয় ব্যক্তিগত প্রচার নয়: আহসান হাবীব মমি

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৫:১৩ পিএম
দলই আমার পরিচয় ব্যক্তিগত প্রচার নয়: আহসান হাবীব মমি

দলই আমার পরিচয় ব্যক্তিগত প্রচার নয়, এই বার্তাকে সামনে রেখে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সম্প্রতি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ব্যানার, পোস্টার, ফেস্টুন বা যেকোনো প্রচারণামূলক কাজে তার ছবি ব্যবহার না করেন।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেয়া এক বার্তায় আহসান হাবীব মমি বলেন, আমরা যদি সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হই, তাহলে আমাদের লক্ষ্য হতে হবে দল ও সংগঠনকে শক্তিশালী করা। ব্যক্তি কেন্দ্রিক প্রচার নয় বরং দলের বার্তা ও নীতিকে ছড়িয়ে দেয়াই আমাদের প্রধান কাজ হওয়া উচিত।

তিনি আরও বলেন, ব্যানার বা পোস্টারে কারো ছবি বড় করে দেখানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সংগঠনের আদর্শ, ঐক্য ও কার্যক্রমকে তুলে ধরা। দলের নামেই আমাদের পরিচয়, ব্যক্তিগত প্রচার নয়।

সম্প্রতি বগুড়া শহরসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে দলীয় কর্মসূচিতে কিছু নেতাকর্মীর ব্যক্তিগত ছবি সম্বলিত ব্যানার-পোস্টার ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়। এই প্রেক্ষাপটেই আহসান হাবীব মমি এমন আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুবদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়, দলের চেয়ে কেউ বড় নয়। তাই আমরা সবাই যদি নিজের প্রচারের চেয়ে দলের শক্তিকে অগ্রাধিকার দিই তাহলে বিএনপির এই অঙ্গসংগঠন আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

মমি তার আহ্বানে নেতাকর্মীদের প্রতি শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ ধরে রাখার অনুরোধ জানিয়ে বলেন, “ছবি নয়, কাজের মাধ্যমেই যেন প্রত্যেকে নিজেদের প্রমাণ করে। সংগঠনের জন্য যে যত বেশি কাজ করবে, দল ও জনগণ স্বয়ং তাকে চিনবে ও মূল্যায়ন করবে।

আহসান হাবীব মমির এই আহ্বান ইতোমধ্যেই যবিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সিদ্ধান্তের প্রশংসা জানিয়ে লিখেছেন, এটি একটি সঠিক ও সাহসী পদক্ষেপ। যা দলীয় রাজনীতিতে আত্মসংযম ও আদর্শচর্চার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

অহংকার নয়, আদর্শের রাজনীতি-এই চেতনার প্রতিফলন ঘটিয়ে আহসান হাবীব মমি যেন দলীয় রাজনীতিতে এক নতুন বার্তা ছড়িয়ে দিয়েছেন। দলই আমার পরিচয়, ব্যক্তিগত প্রচার নয়।

আপনার জেলার সংবাদ পড়তে