বাজিতপুরে জেলার দাবিতে মানববন্ধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৫:১৭ পিএম
বাজিতপুরে জেলার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের বাজিতপুর জেলার দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দেওয়ানি চৌকি আদালতের সামনে আইনজীবী সমিতি ও এডভোকেট ক্লার্ক এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এক বিশাল মানববন্ধন করেন। মানববন্ধনে বিভিন্ন বক্তারা বলেন, ময়মনসিংহের একদিন আগের প্রাচীন উপজেলা বাজিতপুর। ১৮৩০ সনে এই উপজেলাটির আওতাধীন ভৈরব, কিশোরগঞ্জ, কটিয়াদি, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, কুলিয়ারচর সহ বেশ কয়েকটি উপজেলা এর আওতাধীন ছিল। এছাড়া এ দেওয়ানি চৌকি আদালতের আওতায় সাতটি উপজেলা ছিল। বর্তমানে বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব, অষ্টগ্রাম, মিঠামইন, নিকলী রয়েছে। এটা শুধু বাজিতপুরের দাবী নয়, ভৌগলিক কারণে এই উপজেলাকে জেলায় রূপান্তর করার জন্য বেশ কয়েকবার সংগ্রাম আন্দোলন করেছে বিভিন্ন সরকারের আমলে। বিগত সরকারের সাবেক মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ বাজিতপুর কে জেলা থেকে বিতাড়িত করেছেন। কিন্তু বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, ভৈরব, অষ্টগ্রাম, মিঠামইন এর আপামর প্রায় ২০ লক্ষ জনতা ভুলে যায়নি। এজন্যই এই উপজেলায় ৬ থানার দেওয়ানি চৌকি আদালত, ১টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এদিকে গত কিছুদিন ধরে বাজিতপুর ছাত্র জনতাগণ আন্দোলন করছেন। এ সময় বক্তব্য রাখেন, বাজিতপুর আইনজীবী সমিতির আই.ই.মু ইসমাইল সাকের, সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদ ফাত্তাহ, সরকারি আইনজীবী এডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ আজীজ খান (সাব্বির), এডভোকেট হাবিবুর রহমান আলম, প্রবীণ আইনজীবী এডভোকেট শৈলেশ্বর দাস ও এডভোকেট আব্দুর রহমান বোরহান। 

আপনার জেলার সংবাদ পড়তে