চাঁদপুর যৌথ অভিযানে,৯জন আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৬:৩৩ পিএম
চাঁদপুর যৌথ অভিযানে,৯জন আটক

চাঁদপুর সদর,হাজীগঞ্জ ও শাহরাস্তি  উপজেলায় পৃথক অভিযানে যৌথ বাহিনী কর্তৃক তালিকাভুক্ত ৩ জন কিশোর অপরাধী এবং ৬ জনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ২১ অক্টোবর তারিখে এ তথ্য জানানো হয়। অপারেশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জাবিদ হাসান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ২১ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মিঠু (১৮), রবিন (২০), রানা (২১) এবং অনিক (১৮)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আরেক  যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার রাজাপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবু মুসা (৪৩)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, নগদ ১২১১৫ টাকা এবং ০১টি মোবাইল উদ্ধার করা হয়। 

অপর দিকে,  যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার রাগৈর এলাকা থেকে মাদক ব্যবসায়ী বিপ্লব (৪৩) 'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 এদিকে, চলমান যৌথ অভিযানের  অংশ হিসেবে ২০ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা  ৮:১৫ মিনিটের সময়  স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার ষোলাঘর ওয়াটার পাম্প এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং জিদান (১৬), কাইয়ুম মৃধা মিরাজ (১৭) এবং ফারদিন (১৭)'কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে