টাঙ্গাইলে ভাসানী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের দখলবাজির প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৭:০৩ পিএম
টাঙ্গাইলে ভাসানী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের দখলবাজির প্রতিবাদে মানববন্ধন

মওলানা ভাসানীর নিজ হাতে প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের দখল ও ধ্বংসের পায়তারা বন্ধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে মওলানা ভাসানী পরিবার, ভক্ত, মুরিদান ও অনুসারীবৃন্দ।

এতে বক্তব্য রাখেন মওলানা ভাসানীর নাতী ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী, প্রচার সম্পাদক ডা. করিম প্রমুখ। এতে এনসিপির জেলার আহ্বায়ক মো. রাসেল সংহতি জানান।

আন্দোলনকারীরা জানান, আগামী ১৭ই নভেম্বর ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। এবারও টাঙ্গাইলের সন্তোষে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আপনার মন্ত্রণালয়ের অধিনন্থ 'মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি' নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষপাতদুষ্ট স্বেচ্ছাচারিতার কারণে এই আয়োজন নিয়ে জনমনে সঙ্কট দেখা দিয়েছে।

তারা দাবি করেন, মওলানা ভাসানীর নিজ হাতে প্রতিষ্ঠিত ই.বি বালক হাইস্কুল এবং মাতৃসদন ও হাসপাতাল ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিমাংশে (দরবার হলের উত্তর পাশে) স্থানান্তর করে মাজার, মসজিদ, মুসাফিরখানা, বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু স্কুল, আদর্শ কলেজ, মাদ্রাসা, দরবার হল, জাদুঘরসহ অন্যান্য প্রতিষ্ঠান অক্ষত রেখে একটি ভাসানী কমপ্লেক্স গড়ে তুলতে হবে। ক্যাম্পাসের সার্বিক পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা এবং ভাসানী কমপ্লেক্স গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট থেকে গার্লস্ স্কুলের গেইট পযন্ত গ্রিলের বাউন্ডারির দেয়া। সেক্ষেত্রে মওলানা ভাসানীর ভক্ত, মুরীদান, অনুসারী ও ভিজিটরদের নির্বিঘ্নে মাজারে প্রবেশের জন্য ২য় ও ৩য় গেইট সার্বক্ষণিক খোলা রাখার ব্যবস্থা করতে হবে। সাবেক ট্রাষ্টি বোর্ড বিল্ডিংয়ে ভাসানী যাদুঘর/সংগ্রহশালা স্থাপন করতে হবে। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয়ভাবে পালন করতে হবে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা  সংস্কৃতি মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে