মহাদেবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনের তিন মাস কারাদন্ড

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৭:০৬ পিএম
মহাদেবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনের তিন মাস কারাদন্ড

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কৃষ্ণপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মতিউল্লাহ (২৮) ও বিজয়পুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মানিউল (২৫)। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে থানা পুলিশ তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার সফাপুর ইউনিয়নের কদমতলী নামক স্থানে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ড্রাম ট্রাকযোগে চুরি করে নিয়ে যাবার সময় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার পূর্বরাত ৩টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন। তারা চুরি করে উত্তোলন করা বালু ভর্তি একটি ড্রাম ট্রাক, তিনটি মোটরসাইকেল জব্দ করেন ও দুজনকে আটক করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরিফুজ্জামান সেখানে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে আটকদের প্রত্যেকের দেড় লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে তাদেরকে মহাদেবপুর থানায় আটক রাখা হয়। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, বিকেল পর্যন্ত জরিমানার টাকা পরিশোধ না করায় আটকদের কারাগারে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে