কয়রায় বন বিভাগের অভিযানে ৬৫০ কেজি অবৈধ ঝিনুক জব্দ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ পিএম
কয়রায় বন বিভাগের অভিযানে ৬৫০ কেজি অবৈধ ঝিনুক জব্দ

সুন্দরবন কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ৬৫০ কেজি অবৈধ ঝিনুক জব্দ করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্ব অভিযান চালিয়ে ৫নং কয়রা শাকবাড়িয়া নদীর চর হতে এ সকল ঝিনুক জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 

জব্দকৃত ঝিনুক কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীকে অবমুক্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে