পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ২৯টি মোবাইল ফোন এবং ছিনতাই হওয়া ২৬ হাজার ১৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর করেছে জেলা পুলিশ। এছাড়া, ৩টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সমন্বিত অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই সব মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
নিজেদের হারানো সম্পদ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ সুপার আবু নাসের জানান, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের উদ্ধার ও সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।