সেনবাগ উপজেলার সাদেকপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের এক চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংবদ্ধ চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে ডুকে অফিসের থাকা একটি ল্যাপটপ,একটি প্রজেক্টর ও ওয়াইফাই লাইনের রাউটার চুরি করে নিয়ে যায়। ধারনা কা হচ্ছে এ চুরির ঘটনাটি রোববার দিবাসোমবার রাতের কোন এক সময়। বিদ্যালয়ের অফিস সহকারী কাম নৈশ প্রহরীর দায়ীত্বে থাকা গোলাম এরশাদ বিদ্যালয়ে না থাকায় ওই চুরির ঘটনাটি ঘটেছে। খোয়া যাওয়া মালামালের মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা বলে জানাগেছ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউর রহমান জানান, মঙ্গলবার সকালে অফিস সহকারী কাম নৈশ প্রহরী বিদ্যালয় খুলতে এসে দেখেন বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কাটা। এরপর তাকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি দ্রুত বিদ্যালয়ে গিয়ে দেখেন অফিস কক্ষে থাকা একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও ওয়াইফাইয়ের রাউটার সহ মূল্যবান মালামাল চোরের দল নিয়ে গেছে।
তিনি আরো জানান অফিস সহকারী রাতে বিদ্যালয়ে না থাকায় ওই চুরির ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও সেনবাগ থানাকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে। এবং অফিস সহবকারী কাম নৈশ প্রহরী গোলাম এরশাদকে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।