আশাশুনি সরকারী কলেজে ছাত্রদলের নবীন বরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৮:০৪ পিএম
আশাশুনি সরকারী কলেজে ছাত্রদলের নবীন বরণ

আশাশুনি সরকারী কলেজে একাদশ শ্রেণির নবীণ ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কলেজ ছাত্র দলের সভাপতি সুমন আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রবিউল ইসলাম ও আইসিটি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল মালেক। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আল-আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাফফর রহমান রিপন, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ছাত্রদলের সাধারণ সম্পাদক আদনান হাসান আবির, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি নবীন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠ। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ক্লাস রুটিন ও কলম বিতরণ করা হয়। শুরুতে সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে