নোয়াখালীর একটি মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গ্র্যান্ড হোটেল মোড়, জীবন বীমা মোড় প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাত আব্দুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষা, প্রশিক্ষণ ও নৈতিক সমাজ গঠনের কাজে নিয়োজিত। অথচ কুরআন প্রশিক্ষণের মতো শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র নয়, সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই হামলার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষিত ও নৈতিক প্রজন্ম গঠনের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির দেশ ও সমাজে শান্তি, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ফিরোজ মাহমুদ আফ্রিদি, জেলা সেক্রেটারি হামিদুর রহমান, মহানগর সেক্রেটারি আনিসুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।