কাপাসিয়ায় ডায়মন্ড পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ টাকা জরিমানা আদায়

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ১০:৩২ পিএম
কাপাসিয়ায় ডায়মন্ড পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ টাকা জরিমানা আদায়
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ্ লিমিটেড নামের পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। ২১ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, ডায়মন্ড পোল্ট্রি এগ্ লিমিটেড নামে দীর্ঘদিন যাবত এ প্রতিষ্ঠানটি নিয়মনীতি না মেনে পরিচালিত হচ্ছে। তাদের কোন ধরনের বৈধতা নাই। মোরগীর বিষ্ঠা ও বর্জ্য অপসারণের জন্য কোন ব্যবস্থাপনা না থাকা, আশপাশের পরিবেশ ও জনজীবন হুমকিতে থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বৈধ লাইসেন্স পাওয়ার জন্য ১৭টি শর্তাবলীর মধ্যে ৮ টি শর্ত পূরণ করতে পারেননি। পশু আইন ২০০৫ ও ২০১৮ ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষ্ঠা ব্যবহার করে জৈব সার তৈরির পর বিপুল পরিমাণ বর্জ্য আশপাশে ফেলে দীর্ঘদিন যাবত পরিবেশ দূষণ করছে বলে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ ছিল। পরিবেশ অধিদপ্তরের ১৯৯৫ বিধিমালার সংশোধিত ২০১০ ধারার আলোকে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ডায়মন্ড পোল্ট্রি লিমিটেডে অসংখ্য কম বয়সের শিশুদের কাজে নিয়োজিত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযান পরিচালনায় বেশকিছু শিশু উদ্ধার করা হয়েছে। এবিষয়ে কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোঃ রবিউল ইসলাম বাঁধন, ডায়মন্ড এগ্ পোল্ট্রি লিমিটেডের ডিজিএম মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র এজিএম সোহেল রানা বাবু, ফার্ম ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে