সুপার ওভারে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ১০:৪২ পিএম
সুপার ওভারে হারল বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার টাই হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে দুই দলের স্কোর ২১৩ রানে গড়ে টাই আসে। এরপর সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০ রান তোলে, বাংলাদেশ আটকে যায় ৯ রানে। ম্যাচ শেষে বাংলাদেশের ডাগআউট ও গ্যালারির দর্শকরা স্তব্ধ থাকলেও ক্যারিবিয়ানরা উল্লাসে মাতেন।  

মূল ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংও সমান তালে চলে। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ২১৩ রানে পৌঁছায়। শেষ দিকে শেই হোপ ও জাস্টিন গ্রেভসের জুটি দলকে সমতায় ফেরায়। বিশেষ করে শেই হোপ ৫৩ রানে অপরাজিত থাকেন।  

সুপার ওভার আরও রোমাঞ্চকর হয়। বাংলাদেশের ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। ১১ রানের লক্ষ্য পূরণে দুজনই চেষ্টায় ব্যর্থ হন, শেষ পর্যন্ত একটি রান নিতে পারেন সাইফ। ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়। সাইফের ব্যর্থতায় দলের ডাগআউট ও দর্শকরা হতাশা প্রকাশ করেন, আর ক্যারিবিয়ানদের উল্লাসে ভরে যায় স্টেডিয়াম।  

বাংলাদেশের বোলিং দিকেও নজর কাড়েন পার্ট-টাইম স্পিনার সাইফ হাসান। শেষ ওভারে তিনি ওয়েস্ট ইন্ডিজকে মাত্র এক রান নিতে দেন, যা ম্যাচকে টাইতে পৌঁছে দেয়। মূল ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা রক্ষা করেছিলেন সাইফ, যখন শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫ রান দরকার ছিল।  

এই ম্যাচের আরেকটি অনন্য দিক ছিল দুই দলের স্পিনের আধিপত্য। ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভারই পাঁচ স্পিনার দিয়ে খেলায়, যা ওয়ানডে ইতিহাসে প্রথম। বাংলাদেশের ইনিংসেও ৪২ ওভার স্পিন বোলিং হয়। এক ম্যাচে মোট ৯২ ওভারের স্পিন বোলিং রেকর্ড গড়ে।  

বাংলাদেশের ব্যাটিংয়ে রিশাদ হোসেন শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেন, ১৪ বলে ৩৯ রান অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক মিরাজ অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ রানে। শেষ দুই ওভার ঝড়ো ব্যাটিংয়ে ৩৪ রান তুলেন রিশাদ ও গুডাকেশ মোটি। তবে সুপার ওভারে বাংলাদেশ জয়তে ব্যর্থ হয়।  

এই ম্যাচের ফলাফলে তিন ম্যাচ সিরিজের স্কোর সমতা ফিরে আসে, ১-১। ম্যান অব দা ম্যাচ হয় শেই হোপ।