ছাত্র অধিকার পরিষদ রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গি গ্রামের কৃতি সন্তান সেলিম রেজা। গত ১৮ আক্টোবর আগামী এক বছরের জন্য সমপ্রতি ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারন সম্পাদক নাজমুল হাসান। এছাড়া কমিটিতে জাহিদ হাসানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
তিতুমীর কলেজ শাখার সভাপতি সেলিম রেজা বলেন, এই দায়িত্ব শুধু একটি পদ নয় এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুক্ত চিন্তার লড়াইয়ে আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, ছাত্র রাজনীতি মানে সেবা, সচেতনতা ও নেতৃত্বের বিদ্যালয়। এই প্রজন্ম যদি জাগ্রত না হয়, তাহলে জাতি তার ভবিষ্যৎ হারাবে। ছাত্র রাজনীতি মানে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, অধিকার আদায়ের সংগ্রাম। তিতুমীর কলেজসহ সারাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং শিক্ষাব্যবস্থায় ন্যায়ভিত্তিক সংস্কারের দাবিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আর যদি কখনো মেহেরপুর জেলার মানুষের জন্য কাজ করার সুযোগ পাই তবে নিজের সর্বোচ্চটা দিয়ে পাশে থাকার চেষ্টা করবো। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, বরং মানবসেবার একটি পবিত্র দায়িত্ব। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই নতুন কমিটি হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর ও পরিবর্তনের প্রতিচ্ছবি যারা অধিকার আদায়ের রাজনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও উল্লেখ করেন।