নোয়াখালীতে এক পল্লী চিকিৎসকের উপর মুখোশধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে নগদ টাকা মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই চিকিৎসক কে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে। পল্লী চিকিৎসক মোহাম্মদ শাহ জামাল স্থানীয় বেতুয়া বাজারে আহম্মদ ফার্মেসির স্বত্বাধিকারী। তিনি কোটরা মহব্বতপুর রুহুল আমিন ডাক্তার বাড়ির পল্লী চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিনের ছেলে। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৫/৬ জন এর মুখোশধারী সন্ত্রাসী খান বাড়ির সামনে তার গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে মারধর করে। তার শো-র চিৎকারে আশপাশের লোকজনে এগিয়ে এসে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা শেষে গতকাল অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বেগমগন্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
ডাক্তার শাহ জামাল অভিযোগ করে বলেন এই গ্রামে তার বাবা একজন জনপ্রিয় পল্লী চিকিৎসক। বাবার পেশায় তিনিও এসেছেন। তার কোন শত্রু থাকার কথা না। তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান,অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।