কয়রায় রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০১:৫৬ পিএম
কয়রায় রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

জলবায়ু নেতিবাচক প্রভাবের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে  উপকূল কয়রার জনপদ। সেই বিষয়টি লক্ষ্য করে কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে উঠান বৈঠকের মাধ্যমে দুই শত পরিবারের মাঝে ফলজ বৃক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৩ টায় ২নং কয়রা গ্রামে অবস্থিত সংগঠনের কার্যালয় এই গাছের চারা বিতরন করা হয়। চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ  মনিরুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য,  সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ আশরাফ হোসেন, সভানেত্রী খুকমনি সহ সংস্থার  অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকায় উন্নয়ন মূলক এবং জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও শিশুদের নিয়ে কাজ করে আসছে। এতে করে এই এলাকার মানুষ উপকৃত হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে