হোসেনপুরে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০১:৫৬ পিএম
হোসেনপুরে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কৃষকের প্রকৃত বন্ধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিয়োগকৃত আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সংগঠন খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও কীটনাশক ব্যবসায়ী সমিতি  কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখার দুই বছর মেয়াদের ২৩ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে  জানা যায়, ২২ অক্টোবর (বুধবার)সকালে  হোসেনপুর উপজেলায় পপি ট্রেডার্সের অফিস কক্ষে  অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা  মো: গিয়াস উদ্দিনের  সভাপতিত্বে  নতুন কমিটি গঠিত হয়। দেশে সার ব্যবস্থাপনায় বড় বৈষম্যমূলক নিয়মে নিয়োগ প্রাপ্ত এবং পরিচালিত বিএডিসি’র সার ডিলার গন।

বিসিআইসি’র সার ডিলার ও খুচরা সার বিক্রেতা গন কঠোর তদারকি এবং নিয়মের মধ্যদিয়ে ব্যবসা করতে হয়, তাদের জামানত যথাক্রমে দুই লক্ষ ও খুচরা বিক্রেতা ত্রিশ হাজার টাকা জমা রাখতে হয়।


অন্যদিকে বিএডিসি’র সার ডিলারের জামানত মাত্র ২৫০০০ টাকা।

প্রতি ইউনিয়নের বিসিআইসি’র প্রতিটি ডিলারের বরাদ্দের ৫০% ইউরিয়া ও নন-ইউরিয়া সার ঐ এলাকার খুচরা বিক্রেতা গন সম্মিলিত ভাবে ক্রয় করে কৃষকের মাঝে বিক্রি করে। অবশিষ্ট ৫০% সার ঐ বিসিআইসির ডিলার কৃষকের মাঝে সরাসরি বিক্রি করে।

কিন্তু এক জন বিএডিসি’র সার ডিলার এক জন বিসিআইসি’র সার ডিলারের সমান নন-ইউরিয়া বরাদ্দ পেলেও খুচরা বিক্রেতা দের নিকট সার বিক্রি না করার কারনে তাদের কাছে বেশি নন-ইউরিয়া সার মজুদ হয় এবং এই সব অতিরিক্ত নন-ইউরিয়া সার বিএডিসি’র ডিলারগন সরাসরি কৃষকের কাছে বিক্রি করেন। 

অন্য দিকে, খুচরা বিক্রেতা গন সীমিত বরাদ্দের সার দিয়ে তৃণমূল পর্যায়ে কৃষকের মাঝে নগদ ও বাকী তে বিক্রি করে কৃষকের প্রকৃত বন্ধুর ভূমিকা পালন করে আসছে।

অথচ নতুন নীতীমালায় নাকি খুচরা সার বিক্রেতা নামে কিছুই থাকবেনা।

এত বছরের ব্যবসা বন্ধ হলে এই দেশের প্রায় চল্লিশ হাজার খুচরা বিক্রেতা পরিবার নিঃস্ব হয়ে পথে দাঁড়াবে। সরকার কে নতুন নীতিমালা বাস্তবায়ন না করার আহব্বান করেন।

সর্বশেষে উপস্থিত সকলের মতামত ও সম্মতিতে মো:গিয়াসউদ্দিন কে সভাপতি ও মো:জিয়াউদ্দিন সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যদের কার্য়করী কমিটি নির্বাচন করা হয়।

কমিটির অন্যরা হলেন  সিনি:সহ-সভাপতি পদে মো: বদরুল ইসলাম, নিজাম উদ্দিন, খালেকুজ্জানজুয়েল, সহ সাধারণ সম্পাদক পদে মাসুদরানা,সহ সম্পাদক কাইয়ুম, কোষাধ্যক্ষ পদে আ:সাহিদ হিরন, সদস্য -আকবর হোসেন,মতিন,জাহাঙ্গীর, ইব্রাহিম,ডালিম,কবির, ফেরদৌস, মাসুদরানা,সুমন,ইসরাতজাহান নুপুর, খোকন মিয়া  প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে